عدد المشاهدات 131,995
যার উপাধি মিস্টার ডিপেন্ডেবল, তার উপর তো একটু নির্ভর করাই যায়। তার কাছে যে বাংলাদেশের প্রত্যাশা সব সময় বেশি থাকে, সেটা তিনিও জানেন। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে প্রথম সেশনে বাংলাদেশ যখন একেবারে দেয়ালে পিঠ ঠেকে যায় তখন দলের ত্রাতা হয়ে আসেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তবে তার কথা একা বললেই নয়, দুর্দান্ত ছিলেন লিটন কুমার দাসও।
মূলত এই দুই তারকার ঐতিহাসিক জুটিতে ভর করে বিপদে পরার পর অসাধারণ এক দিন পার করেছে বাংলাদেশ দল।